ঢাকা: স্প্যানিশ লা লিগায় রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পোর্টিং গিজনের বিপক্ষে এ ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের দুই নম্বর স্থান দখল করবে রিয়াল।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। তবে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো।
রোববার বাংলাদেশ সময় রাত নয় টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিজনকে আমন্ত্রণ জানাবে রিয়াল। আর রাত দেড়টায় ক্যাম্প ন্যুতে বিলবাওকে আতিথিয়েতা দেবে বার্সা।
রিয়ালকে এ ম্যাচে কিছুটা হতাশা নিয়ে মাঠে নামতে হচ্ছে। কারণ ক’দিন আগেই ফিফা কতৃক ফুটবলার নিবন্ধেনের ওপর দু’বছরের নিষেধাজ্ঞা পায় লা গ্যালাকটিকোরা। তবে এর বিপরীতে আপিল করবে বলে জানিয়েছে রিয়াল। কিন্তু নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ায় এ ম্যাচে এক রকম নির্ভারই থাকছে দলটি।
রিয়াল ও গিজনের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে রিয়াল জিতেছে তিনবার। একটি ম্যাচে জয় পেয়েছে গিজন। আর বাকি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
অন্যাদিকে বিলবাওয়ের বিপক্ষে এ ম্যাচে বার্সার হয়ে ফিরছেন লুইস সুয়ারেজ ও নেইমার। দলের সর্বশেষ ম্যাচে দুই স্ট্রাইকারকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। অন্যদিকে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।
দু’দলের সর্বশেষ পাঁচবারের পরিসংখ্যানে অবশ্য কাতালানরা অপরাজিত। লুইস এনরিকের শিষ্যরা চার জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে।
উল্ল্যেখ, রোববার রাতে লিগের অন্য ম্যাচে অ্যাতলেটিকোও মাঠে নামছে। শীর্ষে থাকা দলটির প্রতিপক্ষ লাস পালমাস। এ ম্যাচ জিতলে শীর্ষস্থান ধরে রাখবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস