ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

অঘটনের শিকার নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, জানুয়ারি ১৯, ২০১৬
অঘটনের শিকার নাদালের বিদায় ছবি : সংগৃহীত

ঢাকা: হারিয়ে গেছেন রাফায়েল নাদাল! কোন ভাবেই নিজের সেই পুরোনো ফর্মকে ফেরাতে পারছেন না এ স্প্যানিশ তারকা। সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড থেকেই ফার্নান্দো ভারদাস্কোর কাছে হেরে বিদায় নিলেন তিনি।



গত বছরে পুরুষ টেনিসের সবকটি গ্র্যান্ড স্লামে বাজে সময় কেটেছে নাদালের। তবে নতুন বছরের শুরুতে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। কিন্তু ২০১৬ সালের প্রথম গ্র্যান্ড স্লামেই বড় ধাক্কা খেলেন এ অভিজ্ঞ তারকা।

বিশ্ব টেনিসের ৪৫ নম্বর তারকা ভারদাস্কোর বিপক্ষে প্রথম রাউন্ডের খেলা নাদাল ৭-৬(৮-৬), ৪-৬, ৩-৬, ৭-৬(৭-৪) ও ৬-২ সেটে হারেন।

এদিকে প্রথম রাউন্ড থেকে নারী এককে অঘটনের শিকার হয়েছেন ভেনাস উইলিয়ামস। বৃটিশ তারকা জোহান্না কোন্তার বিপক্ষে ৬-৪ ও ৬-২ সেটে হেরে আসর থেকে বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।