ঢাকা: মুনির আল হাদ্দাদি ও নেইমারের অসাধারণ পারফরম্যান্সে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেল বার্সেলোনা। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ খেলায় জিতে সেমিফাইনালের জন্য এক পাঁ এগিয়ে গেল লুইস এনরিকের শিষ্যরা।
বুধবার রাতে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে এ ম্যাচে কাতালানদের হয়ে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। আগের ম্যাচে চোট পাওয়ায় এ ম্যাচে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি এনরিক। এছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি দলের আরেক তারকা লুইস সুয়ারেজ।
এই বিলবাওয়ের সঙ্গে এরআগে লিগের ম্যাচে ক্যাম্প ন্যু’তে ৬-০ গোলে জিতেছিলো বার্সা। এছাড়া গত মৌসুমে সান মামেসেই ৪-০ গোলে হেরেছিলো সফরকারীরা। তাই বাড়তি সতর্কতা ছিলো এনরিকের সুরে। তবে ম্যাচের প্রথম থেকেই দারুণ খেলতে থাকা বার্সা লিড পায় ১৮ মিনিটে।
ইভান রাকিটিচের অ্যাসিস্টে গোল করে দলের লিড পাইয়ে দেন বার্সার তরুণ স্ট্রাইকার মুনির আল হাদ্দাদি। লিড দ্বিগুন করতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সা। খেলার ২৪ মিনিটে নেইমারের অসাধারণ গোলে ২-০ ব্যবধানে লিড পায় দলটি। পরে লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।
বিরতির পর বার্সা আরও বেশ কয়েকটি সুযোগ পায়। তবে এ সময় দু’দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার বাজে ট্যাকেলের দৃশ্য দেখা যায়। কিন্তু খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে সান হোসের সহায়তায় গোল করে লিড কমান আদুরিজ। তবে এ গোলটি স্বাগতিকদের হয়ে শুধুমাত্র ব্যবধানই কমায়।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা। আগামী ২৭ জানুয়ারি বার্সার মাঠ ক্যাম্প ন্যু’তে দু’দলের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস