ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালে যোগ দেওয়ার দৌড়ে লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
রিয়ালে যোগ দেওয়ার দৌড়ে লেভানডফস্কি ছবি : সংগৃহীত

ঢাকা: রবার্ট লেভানডফস্কির ব্যাপারে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। এবার বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সরাসরিই বলে দিয়েছেন, রিয়ালে যোগ দেওয়ার জন্য লেভানডফস্কি অন্যতম প্রার্থী।

শুধু তাই নয়, বাভারিয়ানদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার ইউরোপের অন্যান্য জায়ান্ট ক্লাবগুলোরও মনোযোগ আকর্ষণ করেছেন।

গত মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে পাড়ি জমান লেভানডফস্কি। গতবার সব মিলিয়ে ৪৯ ম্যাচে করেন ২৫ গোল। আর ২০১৫-১৬ মৌসুমে তো গোল করাটা অভ্যাসে পরিণত করেছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। ইতোমধ্যেই ২৬ ম্যাচে ২৩টি গোল করে নিজেকে ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজনে পরিণত করেছেন।

সম্প্রতি ইংলিশ লিগ থেকে লেভানডফস্কিকে দলে ভেড়ানোর আগ্রহের খবর প্রকাশিত হয়। তবে জিনেদিন জিদানের অধীনে তার রিয়ালে যাওয়ার সম্ভাবনার কথাই বলছেন বেকেনবাওয়ার, ‘লেভানডফস্কিকে দলে টানতে রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে। তাদের জন্য সে সম্ভাব্য প্রার্থী। ’

এদিকে, দলবদলের বাজারে লেভানডফস্কির ব্যাপারে মুখ খুললেও থমাস মুলারের ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বায়ার্ন প্রেসিডেন্ট, ‘সে (মুলার) ইতোমধ্যেই বায়ার্নের হয়ে ফুটবল ক্যারিয়ার এগিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে। যা ভক্ত-সমর্থকদেরও আশ্বস্ত করেছে। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।