ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

খেলা

ম্যানইউকে ভালদেসের ‘গুডবাই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, জানুয়ারি ২১, ২০১৬
ম্যানইউকে ভালদেসের ‘গুডবাই’ ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ছেড়ে আসাটাই যেন ভিক্টর ভালদেসের জন্য কাল হয়ে দাঁড়ায়! গত বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দেড় বছরের চুক্তি করলেও এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে মাঠে নেমেছেন ৩৪ বছর বয়সী এ স্প্যানিশ গোলরক্ষক।

রেড ডেভিলসদের কোচ লুইস ফন গালের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই যত বিপত্তি।

অবশেষে ওল্ড ট্রাফোর্ড অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ভালদেস।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে এমন ইঙ্গিতই দিয়েছেন সাবেক বার্সা গোলরক্ষক, ‘এ মাসে কঠোর পরিশ্রম করে আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এটি আমি কখনোই ভুলব না! খুব শিগগিরই দেখা হবে!’ ভালদেস ঠিক কাদের কথা বলেছেন তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, এটি তার ম্যানইউর ছাড়ারই আগাম ঘোষণা।

এদিকে, ধারের চুক্তিতে ভালদেসের বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লাইজে পাড়ি জমানোর গুঞ্জন চলছে। বলা হচ্ছে, এক্ষেত্রে তার বেতন ঠিক করার কাজেও সাহায্য করবে ম্যানইউ।

এর আগে ভালদেস বলেছিলেন, ‘ফন গালের অধীনে আমি নিজের কোনো ভবিষ্যৎ দেখছি না। তাই হতাশাজনক ম্যানইউ অধ্যায়ের ইতি টানার দিকে দৃষ্টি রাখছি। যেকোনো ক্লাবের হয়েই ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। ’

প্রসঙ্গত, গত বছর ম্যানইউর অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর পর থেকেই ফন গালের সঙ্গে ভালদেসের সম্পর্কটা ভালো যাচ্ছে না। গত মৌসুমে মূল দলের হয়ে দু’টি ম্যাচ খেললেও চলতি মৌসুমে তো তাকে স্কোয়াড নাম্বারই দেননি ডাচ কোচ। তবে কী ২০১৫-১৬ মৌসুমে কোনো ম্যাচ না খেলেই ম্যানইউ ছাড়বেন ভালদেস?

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।