ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেন্নাইয়ে ফাহাদের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
চেন্নাইয়ে ফাহাদের আরেকটি জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত ‘অষ্টম চেন্নাই ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা’ প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ সেমাল আংশুমানকে পরাজিত করেন।



এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং শেখ রাসেল চেস ক্লাবের আয়োজনে ঢাকা শহরের স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য শেখ রাসেল আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা, ঢাকা অঞ্চল এর খেলা আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। দুই দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রদের আগামী ২৭ জানুয়ারির মধ্যে একশত টাকা এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে অনুরোধ করা হয়। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের ট্রফি, দাবা বিষয়ক বই, ম্যাগাজিন, বোর্ড-ঘুঁটি, টি-শার্ট, সার্টিফিকেট দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।