ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

খেলা

বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল-ভুটান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জানুয়ারি ২২, ২০১৬
বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল-ভুটান

ঢাকা: আগামী ০৬ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে শুরু হবে এসএ গেমসের দ্বাদশ আসর। আর আসন্ন আসরের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলবে নেপাল ও ভুটানের বিপক্ষে।

গত আসরেও এই দুটি দেশকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছিল বাংলাদেশ।

‘এ’ গ্রুপে টুর্নামেন্টের স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের গ্রুপে আফগানিস্তানও ছিল। তবে, শেষ মুহূর্তে আফগানরা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশটির পুরুষ ও নারী দল এবারের আসরে অংশ নিচ্ছে না।

আফগানরা নাম প্রত্যাহার করায় বাংলাদেশের নারী দলকে গ্রুপ পর্বে খেলতে হবে না। তারা সরাসরি উঠে গেছে সেমিফাইনালে।

বাংলাদেশ পুরুষ ফুটবল দল ০৯ ফেব্রুয়ারি এসএ গেমসের দ্বাদশ আসরের মিশন শুরু করবে। গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা প্রথম ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে। ১১ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।