ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকে ছাড়িয়ে বিশ্বসেরা হবেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বসেরা হবেন নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: বর্তমান বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে নেইমারকে মানেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। তবে বার্সেলোনার মূল তারকা লিওনেল মেসিই বর্তমানে বিশ্বসেরা তারকা বলে জানিয়েছেন উরুগুইয়ান এ স্ট্রাইকার।



বর্তমান ফুটবলে মেসি, নেইমার ও সুয়ারেজ নিজেদের আক্রমণভাগের বিশ্বের সেরা ত্রয়ী হিসেবে প্রমাণ করেছেন। আক্রমণ ভাগে এই ত্রয়ীর সমন্বয় অতুলনীয় মানেন বিশ্ব ফুটবলের বোদ্ধারা।

গত ১১ জানুয়ারি জুরিখে রেকর্ড পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নেইমার ও রোনালদো। আর আর্জেন্টাইন অধিনায়ককে সম্মান জানিয়ে সুয়ারেজ বলেন, ‘লিও বিশ্বসেরা। মাঠে এবং মাঠের বাইরে তার তুলনা হয় না। ’

কিন্তু ব্রাজিল অধিনায়ক নেইমারকে মানসিক ভাবে এগিয়ে রেখে সুয়ারেজ জানান, নিকট ভবিষ্যতে সে হবে বিশ্বসেরা।

সুয়ারেজ আরও বলেন, ‘আজ নেইমার দ্বিতীয় বিশ্বসেরা। সে লিওর পেছনে রয়েছে এবং তার কাছ থেকে শিখছে। তবে প্রতিটি খেলাতেই সে (নেইমার) ভিন্ন কিছু করছে। আর এভাবে এগিয়ে গেলে এক সময় সেও হবে বিশ্বের সেরা তারকা। ’

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।