ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম চেলসি লড়াই মানেই বাড়তি উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ। বহু বছর ধরে দু’দলের এমন দ্বৈরথ চলে আসছে।

বিশেষ করে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ও সাবেক চেলসি কোচ হোসে মরিনহোর মাঝে লড়াইটা বেশ জমতো। কিন্তু মনিরহো কোচের পদ থেকে বহিষ্কার হলেও নতুন বস গ্যাস হিদিঙ্কের অধীনের খেলাটি বেশ জমবে বলে সমর্থকদের আশা।

রোববার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে আতিথিয়েতা দেবে আর্সেনাল। খেলাটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। বরাবরই গানারদের বিপক্ষে ভালো ফলাফল করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির অবস্থা এবার অবশ্য বেশ করুণ। লিগ টেবিলে ব্লুজদের অবস্থান খাদের কিনারায়। আর এ ম্যাচ জিতলে আবারও শীর্ষস্থান দখল করবে ওয়েঙ্গারের শিষ্যরা।

নতুন কোচের অধীনে চেলসি অবশ্য কিছুটা সামলে নিয়েছে নিজেদের। গত ডিসেম্বরে লিচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পর ছয় ম্যাচে অপরাজিত রয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। তাই আর্সেনালের বিপক্ষে নিজেদের রেকর্ডটি ধরে রাখতে চান হিদিঙ্ক।

আর্সেনাল ২০১১ সালের অক্টোবরের পর থেকে চেলসির বিপক্ষে বড় কোন লিগে জয় পায়নি। এছাড়া এ ম্যাচগুলোর মধ্যো আট ঘণ্টার বেশি সময় কোন গোলের দেখা পায়নি দলটি।

২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে আর্সেনাল। আর সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে চেলসি।

আর্সেনাল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে। তিনটি জয়ের বিপরীতে ড্র করেছে দুটিতে। অন্যদিকে চেলসিও রয়েছে অপরাজিত। তবে দুটি জয়ের বিপরীতে দলটি ড্র করেছে তিন ম্যাচে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে চেলসি। জয় পেয়েছে তিনটিতে। হেরেছে একটিতে (এফএকাপ)। আর ড্র হয়েছে একটিতে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।