ঢাকা: দু’দিন পরেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ। তবে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নাও খেলতে পারেন সার্জিও বুসকেটস ও আরদা তুরান।
বুধবার (২৭ জানুয়ারি) সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এর তিনদিন পর (শনিবার রাত ৯টায়) লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে এনরিকের শিষ্যরা।
প্রথম লেগ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে বার্সা। ফিটনেস সমস্যা থাকায় ওই ম্যাচে দলের বাইরে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার ফিরতি পর্বের ম্যাচে বুসকেটস-তুরানের খেলা নিয়ে রয়েছে সংশয়।
একটি সুত্রমতে জানা যায়, দু’জনকেই বিশ্রামে রাখতে পারেন কোচ লুইস এনরিক। অন্যদিকে, বিলবাওয়ের মাঠে না থাকলেও ফিরতি পর্বের ম্যাচে মেসি-সুয়ারেজ দু’জনের খেলাই নিশ্চিত।
প্রসঙ্গত, গত মৌসুমের ফাইনালে বিলবাওকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু, এবার শেষ আট থেকেই দু’দলের কাউকে বিদায় নিতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম