ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় স্কুল-মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ক্রীড়া শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জাতীয় স্কুল-মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ক্রীড়া শুরু বৃহস্পতিবার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজশাহী: জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২৮ থেকে ৩১ জানুয়ারি রাজশাহীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

চারদিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চলের নির্বাচিত দলগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেবে।



প্রতিযোগিতা উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও শিক্ষা সচিব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত বকুল অঞ্চল, খুলনা ও বরিশাল নিয়ে গঠিত গোলাপ, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে গঠিত পদ্ম এবং রাজশাহী ও রংপুর অঞ্চল নিয়ে গঠিত চাঁপা অঞ্চলের ৭৭৬ জন প্রতিযোগী এবং কর্মকর্তাসহ ৮৬২ জন অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও অ্যাথলেটিকস, ভলিবল ও টেনিস প্রতিযোগিতা, শারীরিক শিক্ষা কলেজ মাঠে ব্যাডমিন্টন ও হকি, এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্রিকেট অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ জানুয়ারি বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।