ঢাকা: কোপা ইতালিয়ায় ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে আলভারো মোরাতার জোড়া গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস। আর এ জয়ের ফলে ফাইনালের পথে এক পাঁ দিয়ে রাখলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
রোববার রাতে ঘরের মাঠ তুরিনে শক্তিশালি ইন্টারকে আমন্ত্রণ জানায় জুভিরা। আর ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখিয়ে খেলতে থাকে স্বাগতিকরা। তবে ম্যাচের ৭০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।
এদিন ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের লিড নেন স্প্যানিশ তারকা মোরাতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে টানা ২০ ম্যাচ পরে গোলের দেখা পেলেন মোরাতা। খেলার প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতি থেকে ফিরে দ্রুতই লিড বাড়ায় জুভিরা। ম্যাচের ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। প্যাট্রিক এভরার অ্যাসিস্টে দলের লিড ২-০তে নিয়ে যান মোরাতা।
এদিকে ম্যাচের ৭০ মিনিটে ইন্টার ফুটবলার জেইসন ফ্যাবিয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। ম্যাচের ৩৪ মিনিটে তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। আর ইন্টারকে দুর্বল পেয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা।
আক্রমণের ফলও খুব দ্রুত পেয়ে যায় দলটি। ম্যাচের ৮৩ মিনিটে কাওয়াদো আশামোয়ার অ্যাসিস্টে দারুণ এক গোল করে জুভিদের বড় জয় নিশ্চিত করেন আর্জেস্টাইন তরুণ স্ট্রাইকার দাবালা।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যালিগ্রির শিষ্যরা। আগামী ২ মার্চ সান সিরোতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস