ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পোলিশ তারকা আগনিয়েস্কা রাদওয়ানাস্কাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন সেরেনা উইলিয়ামস। নারী একক টেনিসের শীর্ষ তারকার জয় পেতে সময় লাগে মাত্র এক ঘণ্টা চার মিনিট।



ফাইনালে যুক্তরাষ্ট্রের এ তারকা খেলবেন জার্মান নারী আনগেলিকুয়ে কেরবার বিপক্ষে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রড লেভার অ্যারিনায় রাদওয়ানাস্কাকে প্রথম সেটটি ৬-০ গেমে উড়িয়ে দেন সেরেনা। যাতে তার সময় লাগে মাত্র ২১ মিনিট। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান নারী টেনিসের তিন নাম্বার তারকা রাদওয়ানাস্কা। কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনার কাছে ৬-৪ গেমে হেরে আসর থেকে বিদায় নেন পোলিশ সুন্দরী।

এ জয়ের ফলে নিজের ক্যারিয়ারের ২৬তম গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল নিশ্চিত করলেন ৩৪ বছর বয়সী সেরেনা। আর এবারের ফাইনাল জিততে পারলে ওপেন যুগে রেকর্ডধারী স্টেফি গ্রাফের ২২ শিরোপার রেকর্ড ছুঁতে পারবেন সেরেনা।

এদিকে আরেক সেমিফাইনালে বৃটিশ নাম্বার ওয়ান জোহান্না কোন্তাকে ৭-৫ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন কেরবার।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।