ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে

ঢাকা: কর ফাঁকির মামলা থেকে রেহাই পাচ্ছেন না বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। এবার কর ফাঁকি মামলায় জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলের অধিনায়ককে।



২০০৭-০৮ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে থাকাকালীন নেইমার কর প্রদান করেননি-এমন অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগে ব্রাজিলের সাও পাওলোর একটি আদালত নেইমারকে এক লাখ ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।

নেইমারের কর ফাঁকির এ ঘটনা ব্রাজিলের অর্থনৈতিক কর্তৃপক্ষ ২০১২ সালে প্রথম টের পায়। এরপর তারা বিষয়টি নিয়ে তদন্ত চালায়। অভিযোগে নেইমারের বাবাকেও দোষী দেখানো হয়। ব্রাজিল তারকার পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

সান্তোস ছেড়ে ২০১৩ সালে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায় নাম লেখান নেইমার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ক্লাব থেকে তিনি প্রতি সপ্তাহে দুই লাখ ১৫ হাজার মার্কিন ডলার আয় করেন।

স্পেনেও নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির মামলা ঝুলছে। সান্তোস থেকে বার্সায় আসার সময় তারকা এ ফুটবলার কর ফাঁকি দিতে চুক্তিপত্রে প্রকৃত আয় দেখাননি। আর এ কারণে ০২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজিরা দিতে হবে। এই মামলায় আদালতে হাজির হতে বলা হয়েছে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ, সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোজেল, নেইমারের বাবা এবং তার সাবেক ক্লাব সান্তোসের দুই পরিচালককে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।