ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও শেখ রাসেল চেস ক্লাবের আয়োজনে ঢাকা শহরের স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য শেখ রাসেল আন্তঃ স্কুল দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (৩০ জানুয়ারি) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
৬০টি স্কুলের ৮৮জন ছাত্র এবং ১৮ জন ছাত্রী এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেখ রাসেল চেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি জনাব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব গাজী সাইফুল তারেক। বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি মেহরাব হোসেন আসিফ ও শেখ রাসেল চেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন সাজু।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর