ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টাইন তরুণকে পেতে রিয়ালের প্রস্তাব নাকচ

স্পোর্টন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আর্জেন্টাইন তরুণকে পেতে রিয়ালের প্রস্তাব নাকচ ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদে সর্বশেষ আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এবার সেই শূন্যতা পূরণের একটা সম্ভাবনা জাগলেও তা আলোর মুখ দেখেনি! আর্জেন্টিনার ২১ বছর বয়সী উদীয়মান স্ট্রাইকার মার্টিন বেনিতেজকে দলে ভেড়াতে গ্যালাকটিকোদের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইন্ডিপেন্ডিয়েন্ট ক্লাব।



জানা যায়, মার্টিন বেনিতেজকে দলে নেওয়ার পর তাকে অন্য ক্লাবে ধারে পাঠাতে পারে রিয়াল। এমন শঙ্কা থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে রাজি হয়নি আর্জেন্টাইন ক্লাবটি। ২০১১ সাল থেকে ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে খেলছেন বেনিতেজ। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৬২টি লিগ ম্যাচে ৯টি গোল করেছেন প্রতিভাবান এ স্ট্রাইকার।

ইন্ডিপেন্ডিয়েন্টের ভাইস প্রেসিডেন্ট নোরে নাকিস বলেন, ‘বেনিতেজ আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা রিয়ালের প্রস্তাবটি গ্রহণ করিনি। কারণ, স্প্যানিশ জায়ান্টরা অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে অন্য ক্লাবে পাঠানোর ইচ্ছা ব্যক্ত করে। সে খুবই ভালো মানের স্ট্রাইকার এবং তার মাঝে সম্ভাবনা রয়েছে। তাই যদি সে ক্লাব ছাড়ে, তবে অবশ্যই সরাসরি খেলার লক্ষ্যে তার সেখানে (রিয়ালে) যাওয়া উচিৎ। ’

উল্লেখ্য, আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলেছেন বেনিতেজ। ২০১১-১২ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। গোল করেন দু’টি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।