ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১২ দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
১২ দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ছবি: সংগৃহীত

ঢাকা: মোট ১২টি দলের অংশগ্রহণে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগ ২০১৫-১৬ মৌসুমের খেলা। গেল মৌসুমে ১০টি দল নিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়ালেও এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবল থেকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দুই ক্লাব উত্তর বারিধারা ও আরামবাগ উঠে এলে দলের সংখ্যা ১০টি থেকে ১২টিতে উন্নীত হয়।


 
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পেশাদার লিগ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন পেশাদার লিগ কমিটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
 
আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ২০১৫-১৬’ মৌসুমের খেলা মোট ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। আর একই মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবল হবে ৮টি দলের সমন্বয়ে। ’
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৬
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।