ঢাকা: রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলবেন না লিওনেল মেসি। এমনটি নিশ্চিত করেছেন দলের কোচ জেরার্ডো মার্টিনো।
রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ী মেসি এর আগে আলবেসেলিস্তাদের হয়ে বেইজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ জেতেন। আর চলতি বছর ব্রাজিলেও অলিম্পিক জয়ের সম্ভাবনা রয়েছে দলটির।
এদিকে মার্টিনো অবশ্য অলিম্পিকে মেসিকে খেলিয়ে কোনোরকম ইনজুরির ঝুঁকি নিতে চাইছেন না। সেই সঙ্গে আগামী জুনে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে আসরটিতে মেসির খেলা নিশ্চিত করতে চান বার্সেলোনার সাবেক এ কোচ।
রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাতকারে মার্টিনো বলেন, ‘মেসি অলিম্পিকে যেতে পারবে না, কারণ চলমান বছর জাতীয় দলের প্রচুর খেলা রয়েছে। ’
তিনি আরও বলেন, ‘সামনে কোপা আমেরিকা, অলিম্পিক ও বিশ্বকাপ বাছাইপর্বের খেলা রয়েছে। আমি অবশ্যই অলিম্পিক জিততে চাই। তবে এমন কিছু করবো না যেখানে গিয়ে দলের সেরা ফুটবলার ইনজুরিতে পড়বে। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস