ঢাকা: বর্তমানে ক্লাবহীন সময় পার করছেন ব্রাজিলের এক সময়ের তারকা স্ট্রাইকার রবিনহো। গত মাস (জানুয়ারি) শেষেই চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডের সঙ্গে তার ছয় মাসের চুক্তির মেয়াদ শেষ হয়।
রবিনহোর এজেন্ট ইতোমধ্যেই সোয়ানসি সিটি ও লিচেস্টার সিটির সঙ্গে আলোচনা করেছেন। অবশ্য, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ‘দ্য ডেইলি মেইল’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, তার ইংলিশ লিগে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।
অবশ্য, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি তারকা রবিনহো এ বিষয়ে এখনো মুখ খোলেননি। সবকিছুই এখন গুঞ্জবের ছায়াতলে। অন্যদিকে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গেও নাকি যোগাযোগ করেছেন রবিনহোর এজেন্ট।
উল্লেখ্য, স্প্যানিশ জায়ান্ট রিয়ালে তিন মৌসুম কাটানোর পর ২০০৮ সালের সেপ্টেম্বরে ম্যানসিটিতে যোগ দেন রবিনহো। দুই মৌসুমে সিটিজেনদের হয়ে সব মিলিয়ে ৫৩ ম্যাচে মাত্র ১৬টি গোল করেন। ইংল্যান্ড ছাড়ার আগে ২০১০ সালের জানুয়ারিতে তিনি ছয় মাসের ধারের চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএম