ঢাকা: বর্তমান টেনিস কোর্টের পুরুষ এককে সেরা তিনি। বিপক্ষ খেলোয়াড়কে কোন সুযোগ না দিয়েই একের পর এক শিরোপা জিতে চলেছেন।
এদিকে টেনিস কোর্টে তিনি প্রতিপক্ষকে ঘায়েল করে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন। তবে শিশুদের দেখলেই নোভাক জোকোভিচ যেন অন্য মানুষ হয়ে যান। পেশাদারিত্ব থেকে সরে মানবিক হয়ে ওঠেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। যার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল সোমবার।
অস্ট্রেলিয়ান ওপেনে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়ে রবিবার তিনি পেয়েছেন ১৩হাজার মার্কিন ডলার । তার পরেরদিনই জোকোভিচ মেলবোর্নে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠনকে দান করলেন তার প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ- ২০হাজার মার্কিন ডলার।
সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের সরকারি ফটোশ্যুট সেরেই সার্বিয়ান তারকা দৌঁড়েছিলেন মেলবোর্ন সিটি মিশনে।
সেখানে শিশুদের সঙ্গে সময় কাটান ২৮ বছর বয়সী এ তারকা। তাদের সঙ্গে খেলাও করেন। সংস্থার শিশুদের শিক্ষার খরচ হিসাবে ২০হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে জকোভিচের ফাউন্ডেশন। বাচ্চাদের টেনিসের শিক্ষাও দিয়েছেন ১১ গ্র্যান্ড স্ল্যামের মালিক। একদিনের জন্য হলেও, জোকোভিচকে নিজেদের টেনিস-গুরু হিসাবে পেয়ে উচ্ছ্বসিত ছিলো খুদে পড়ুয়ারা।
আর শিশুদের পাশে দাঁড়াতে পেরে খুশি জোকোভিচও। এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘শৈশবের শিক্ষাই প্রকৃত শিক্ষা। ছোটবেলা সঠিক শিক্ষা পেলে জীবনের যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ তৈরি হয়। মেলবোর্ন সিটি মিশনের শিশুদের পড়াশোনায় সাহায্য করতে পেরে আমি খুব খুশি’। এছাড়া শিশুদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে জোকোভিচের উপলব্ধি ছিলো, ‘পুরুষদের টেনিসে শীর্ষস্থান ধরে রাখাটা অসম্ভব কঠিন। ’
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস