ঢাকা: পর্দা নামলো প্যারালিম্পিক আসরের। আর শেষ দিন ১০৭টি স্বর্ণ সহ মোট ২৩৯টি পদক নিয়ে শীর্ষে থেকে শেষ আসর শেষ করেছে চীন।
প্যারালিম্পিকের পুরুষদের সাইক্লিংয়ের সি ফোর-ফাইভ রেসে দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন বাহমান গোলবারনেজহাদ। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন তিনি। পরশু রিও প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও তাই ছিল শোকের ছায়া।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সভাপতি ফিলিপ ক্র্যাভেনের সমাপনী বক্তব্যেও এসেছে ৪৮ বছর বয়সী এই ইরানির প্রসঙ্গ। মারাকানা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে গোলবারনেজহাদের স্মৃতিতে নীরবতা পালন করেছেন সবাই।
অবশ্য শেষ দিনের এমন বিষণ্নতায়ও একটু আনন্দের উৎস হয়ে এসেছে ভলিবলে (বসে খেলা) ইরানের স্বর্ণ জয়ের মাধ্যমে। এমন দিনেও সাফল্যের গানই গেয়েছে প্যারালিম্পিক। প্রথম দিকে দর্শক আগ্রহ, টিকিট বিক্রিতে আশানুরূপ সাফল্য না পেলেও শেষ দিকে প্রায় প্রতিটি ইভেন্টেই ছিল দর্শকের ভিড়।
পদক তালিকায় দ্বিতীয় হয়েছে মূল অলিম্পিকে দ্বিতীয় হওয়া গ্রেট ব্রিটেন। তৃতীয় হয়েছে ইউক্রেন। আর মূল অলিম্পিকে সেরা হওয়া যুক্তরাষ্ট্র প্যারালিম্পিকে চতুর্থ হয়েছে।
চূড়ান্ত পদক তালিকায় সেরা ১০ দেশ:
স্বর্ণ রুপা ব্রোঞ্জ মোট
চীন ১০৭ ৮১ ৫১ ২৩৯
ব্রিটেন ৬৪ ৩৯ ৪৪ ১৪৭
ইউক্রেন ৪১ ৩৭ ৩৯ ১১৭
যুক্তরাষ্ট্র ৪০ ৪৪ ৩১ ১১৫
অস্ট্রেলিয়া ২২ ৩০ ২৯ ৮১
জার্মানি ১৮ ২৫ ১৪ ৫৭
হল্যান্ড ১৭ ১৯ ২৬ ৬২
ব্রাজিল ১৪ ২৯ ২৯ ৭২
ইতালি ১০ ১৪ ১৫ ৩৯
পোল্যান্ড ৯ ১৮ ১২ ৩৯
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস