ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রূপগঞ্জে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
রূপগঞ্জে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী কাবাডি (হা-ডু-ডু) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন- ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, ইয়ার হোসেন, আলী আজগর, আরজু মিয়া, কামাল আহাম্মেদ রঞ্জু, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন, মতিন তালুকদার, ফারুক মিয়া, বজলুর রহমান ও আব্দুল হাই।

সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।