ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পেনাল্টিময় ম্যাচে রহমতগঞ্জের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
পেনাল্টিময় ম্যাচে রহমতগঞ্জের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: পেনাল্টিময় ম্যাচে জয় পেয়েছে রহমতগঞ্জ এমএফএস। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শীর্ষস্থান দখল করে নিয়েছেন দলটি।

৯ ম্যাচে চার ড্র আর পাঁচ জয়ে রহমতগঞ্জের পয়েন্ট এখন ১৯।  
 
শুক্রবারের (৩০ সেপ্টেম্বর) খেলায় দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে বিজয়ী হয়ে ক্লাব ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলো রহমতগঞ্জ। পয়েন্ট তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখল করলো দলটি।

সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে রহমতগঞ্জের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ১২ মিনিটেই রহমতগঞ্জের সুহেল মিয়ার এগিয়ে নেওয়া বল ফেরাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সাইদুল হক।

২২ মিনিটে পেনাল্টি পেয়ে সমতায় ফিরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা সংসদের আলমগীর কবির অনিমকে ডি-বক্সে অবৈধভাবে বাধা দেন রফিকুর রহমান মামুন।   ফাউল ধরেন রেফারি। পেনাল্টি থেকে শর্ট নিয়ে গোল করেন তৌহিদ।

ম্যাচের ৩০ মিনিটে পাল্টা পেনাল্টি পায় রহমতগঞ্জ।   ডি-বক্সের মধ্য থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মুক্তিযোদ্ধা দলের ডিফেন্ডার মুফতা লায়ালের হাতে বল লাগলে পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জের জাত্তা মোস্তফা।

ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ডিবক্সে মুক্তিযোদ্ধার তৌহিদকে ধাক্কা দেন রহমতগঞ্জের দুই ডিফেন্ডার। কিন্তু সেই সুযোগ অবহেলায় নষ্ট করলেন আহমেদ মুসা। তিনি পেনাল্টি শর্ট নিলে গোলবারের সঙ্গে লেগে ফিরে আসে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু  উচ্ছ্বসিত প্রকাশ করে শুকরিয়া আদায় করে বলেন, আমি খুশি আমার দল গোল করছে, জয় পেয়েছে।

বাংলাদশে সময়: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বের ৩০, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।