ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিলেটে ২৫ সাঁতারু পেলেন ইয়েসকার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
সিলেটে ২৫ সাঁতারু পেলেন ইয়েসকার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়ে গেলো সিলেটে। এতে ইয়েস কার্ড পেয়েছেন ২৫ প্রতিযোগী।


শনিবার (১ অক্টোবর) নগরীর যতরপুর দিঘীতে প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।  
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট জেলার ১১৪ জন পুরুষ ও ১৪ জন নারী প্রতিযোগী।
এদের মধ্যে ছয়জন নারী ও ১৯ জন পুরুষ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উর্ত্তীণ হন। তাদের ঢাকায় নিয়ে পরবর্তী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান আয়োজকরা।  
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কাউন্সিলর দিবা রানী দে বাবলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এনইউ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।