ঢাকা: রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশের সড়কের উপর মানুষের জটলা। সকলেই সড়কের পাশে ভবনের দোতলার দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছেন।
ইমরুল কায়েস বাংলাদেশ ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকালে চিৎকার করে ওঠেন এসব পথচারী সমর্থক। দোতলায় সিঙ্গারের শো-রুমে ৪২ ইঞ্চি পর্দায় চলছে বাংলাদেশ-ইংল্যান্ডের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একদিনের আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ।
পান্থপথের এই সড়কে খেলা দেখা সবাই যে নিম্ন আয়ের মানুষ সেটা ভাবা ঠিক হবে না। কারণ অনেকে বিকেলে হাঁটতে বের হয়ে বা সাপ্তাহিক ছুটির দিনেও কোনো জরুরি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আটকে গেলেন এই টিভি স্ক্রিনের সামনে।
রিকশা চালানো বন্ধ করে খেলা দেখছেন বগুড়ার শাজাহান। তিনি বাংলানিউজকে বলেন, ক্যাচগুলা মিস না করলে এত রান হইতো না। তারপরও খেলা কওন যায় না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শফিকুল বাংলানিউজকে বলেন, ৩১০ রান করার মতো সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের রয়েছে। একটা বা দুইটা বড় জুটি দাঁড়িয়ে গেলেই সম্ভব। টপ অর্ডারের ব্যাটসম্যানদের চাপটা সামলাতে হবে। তাহলে মিডল অর্ডার খেলা টেনে নিয়ে যাবে।
সড়কের ডিভাইডারে দাঁড়িয়ে খেলা দেখছেন অনেকেই। কলাবাগান লেক সার্কাস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শহীদুল বলেন, স্যারের কাছে পড়া শেষে বন্ধুদের সঙ্গে বাসায় যাচ্ছি। বাংলাদেশ দলের ব্যাটিং শুরু হওয়াতে এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছি।
৩১০ রানের বিশাল টার্গেটের জন্য ফিল্ডিংকেই দুষলো ওই শিক্ষার্থীও। শহীদুল বলে, আজ খুবই বাজে ফিল্ডিং হয়েছে। তিনটা ক্যাচ যদি একটা খেলায় মিস হয় তাহলে আর কিছুই বাকি থাকে না। মোশাররফ যেমন বাজে বল করেছে, তেমনি বাজে ফিল্ডিং! একাই দুইটা ক্যাচ মিস করেছেন। তাসকিনের বলেও ধার দেখা যাচ্ছে না। তারপরও দেশের খেলায় আশা ছাড়ি না।
আরেক শিক্ষার্থী সুজন নির্বাচকদের সমালোচনা করে বলেন, এত নতুন পুরাতন খেলোয়াড় আসছে যাচ্ছে, কিন্তু নাসির হোসেনকে দলে নিচ্ছে না। সে ব্যাটিং বোলিংয়ের যে কোন একটায় পুষিয়ে দেয়।
ছুটির দিন হওয়ায় এই পথে এখন গাড়ির চাপ কম। যে গাড়িগুলো চলছে, সেগুলোও এই জায়গাটুকু অতিক্রম করার সময় ধীরে চলছে।
শুধু টেলিভিশনের বড় শোরুমের সামনে নয়, শুক্রাবাদে গলির ভেতর একটি চায়ের দোকানের সামনেও দেখা যায় ক্রিকেট ভক্তদের ভিড়। পথে দাঁড়িয়ে দোকানের ১৭ ইঞ্চি টিভির পর্দায় খেলা উপভোগ করছেন মানুষ। ফলে রিকশা চলতেও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে।
বেন স্টোকস ও বেন ডাকেটের ১৫৩ রানের জুটিতে দাঁড়িয়েই সিরিজের প্রথম ওয়ানডে ইংল্যান্ড তোলে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান। ৩১০ রানের লক্ষ্যে তাড়া করছে টাইগাররা।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এমএন/এমজেএফ/