ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দাবায় তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
দাবায় তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচী-২০১৬ এর আঞ্চলিক পর্যায়ের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (১০ অক্টোবর) হতে দাবা কক্ষে শুরু হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সরকারের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি। বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, দাবা ফেডারেশনের প্রাক্তন সদস্য মাসুদা বেগম, দুই প্রশিক্ষক শওকত হোসেন পল্লব ও শফিক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর অঞ্চলে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতা হতে বাছাইকৃত ৭০জন বালক ও বালিকা দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হতে ১০ বালক ও ১০জন বালিকাকে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০-০০ টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।