ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা ছবি: সংগৃহীত

ঢাকা: আইএইচএফ হ্যান্ডবল ট্রফিতে সেমি-ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠা স্বাগতিকরা নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে অনেকটাই এগিয়ে।

বুধবার (১২ অক্টোবর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সেমি-ফাইনালে পাকিস্তানকে ৩৮-১২ ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে লাল-সবুজের মেয়েরা ১৯-৭ গোলে এগিয়ে ছিল।

পাকিস্তানের জালে সর্বোচ্চ ৮ বার গোল করেন শিফা। এছাড়া শাহিদা বানু ৭টি, মাসুদা আক্তার ৬টি, শাহিনা আক্তার ও পারুল ৪টি করে গোল করেন।

এর আগে শ্রীলঙ্কাকে ৪৭-১৪ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে ৩৪-৭ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।