ঢাকা: সাইফ গ্লোবাল স্পোর্টস লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ গ্লোবাল স্পোর্টস ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা আট পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ইভার চেয়ে আধা পয়েন্ট কম অর্থাৎ সাড়ে সাত পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ দ্বিতীয় স্থানে এবং ৭ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন তৃতীয় স্থানে রয়েছেন।
নবম রাউন্ডের খেলা বুধবার (১২ অক্টোবর) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। নবম রাউন্ডের খেলায় ইভা অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সাথে ড্র করেন। ইভা কলো ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন্ডের খেলায় ১৮ চালে ড্র করে নেন। রানী হামিদ এ রাউন্ডে মহিলা দাবা সমিতির তনিমা পারভীনকে পরাজিত করেন। রানী হামিদ তনিমার ইংলিশ ওপেনিংয়ের সিমিট্রিক্যাল বিশ্লেষণের বিরুদ্ধে খেলেন। ৩২ নং চালে তনিমার বিপক্ষে সুযোগ নিয়ে রানী হামিদ জয়ের অবস্থানে চলে আসেন এবং পরবর্তীতে ৫২ চালে জয়ী হন।
এদিকে, শিরিন রাজশাহীর প্রতিভা তালুকদারকে পরাজিত করেন। মহিলা দাবা সমিতির আহেলী সরকার নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসার সাথে ও মহিলা দাবা সমিতির জাহানারা হক রুনু একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানার সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এমআরপি