ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ওয়ালটন ক্রীড়া উৎসব শেষ হয় গত ১২ অক্টোবর। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ৬০ জন ফটো সাংবাদিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার, ভারতীয় দূতাবাসের প্রেস অ্যান্ড কালচার অ্যাটাস রঞ্জন মন্ডল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. মহসীন।
উল্লেখ্য, ফটো জার্নালিস্ট এই ক্রীড়া উৎসবে ৬০ জন ফটো সাংবাদিক অংশ নিলে পাঁচটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ডিসিপ্লিনগুলো ছিল- দৌঁড়, সাঁতার, দাবা, ক্যারম একক ও ক্যারম দ্বৈত।
দাবায় প্রথম পুরস্কার পান মুঈদ খন্দকার (দৈনিক ভোরের পাতা), দ্বিতীয় পুরস্কার পান নবিউল ইসলাম নয়ন (দৈনিক সংগ্রাম) এবং তৃতীয় পুরস্কার পান কাজল হাজরা (দৈনিক সমকাল)।
ক্যারম এককে প্রথম পুরস্কার পান আবদুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি ডটকম), দ্বিতীয় পুরস্কার পান সালাউদ্দিন ভুলু (দৈনিক ডেসটিনি), তৃতীয় পুরস্কার পান মঈন উদ্দিন (নিউনেশন)।
ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হন শরীফ সারওয়ার ও এম.এ বাতেন জয় জুটি। রানার আপ হন মতিউর সেন্টু (দৈনিক ইনকিলাব) ও সালাউদ্দিন ভুলু (দৈনিক ডেসটিনি) জুটি।
দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান সাজিদ হোসেন (দৈনিক প্রথম আলো), দ্বিতীয় পুরস্কার পান জীবন আমীর (ডেইলি অবজারভার) এবং তৃতীয় পুরস্কার পান আবদুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি ডটকম)।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান আবদুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি), দ্বিতীয় পুরস্কার পান শেখ হাসান (দৈনিক কালের কণ্ঠ) এবং তৃতীয় পুরস্কার পান ইলিয়াস মাহমুদ (দৈনিক জনকণ্ঠ)।
দৌড়ে বিশেষ পুরস্কার দেওয়া হয় গোলাম মোস্তফা (প্রথম), শরীফ সারওয়ার (দ্বিতীয়) ও রফিক উদ্দিন এনায়েত (তৃতীয়)।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি