ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুমিল্লা সেনানিবাসে ১ম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
কুমিল্লা সেনানিবাসে ১ম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা সেনানিবাসে প্রথম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসে প্রথম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ৪০ জন গলফার এ টুর্নামেন্ট অংশগ্রহণ করেন। এ টুর্নামেন্টটি গ্রোস স্কোরের ভিত্তিতে প্রফেশনাল ইভেন্ট খেলা।

এতে বিজয়ী হয়েছেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মো. রাসেল, রানারআপ হয়েছেন একই ক্লাবের মো. সোহেল রানা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন একই ক্লাবের মো. আবু জাফর।

টুর্নামেন্ট শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. রাশেদ আমিন।

এসময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল শাইনুল হক ও লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল হক।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।