ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এএইচএফ কাপে যাচ্ছেন সাংবাদিকরাও

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এএইচএফ কাপে যাচ্ছেন সাংবাদিকরাও ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চম এএইচএফ কাপ হকির আসর বসছে হংকংয়ে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে ম্যাচ। টুর্নামেন্টের ফেবারিট বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আজ রাতে। টুর্নামেন্ট কাভার করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন দশটি মিডিয়া হাউজের সংবাদকর্মী।

ঢাকা: পঞ্চম এএইচএফ কাপ হকির আসর বসছে হংকংয়ে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে ম্যাচ।

টুর্নামেন্টের ফেবারিট বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আজ রাতে। টুর্নামেন্ট কাভার করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন দশটি মিডিয়া হাউজের সংবাদকর্মী।

এবারই প্রথম হকির কোনো ইভেন্ট কাভার করতে এত বেশি মিডিয়া বিদেশ সফর করছে। সাংবাদিকদের খরচই বহন করবেন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ মুনির। তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষকতা করা হবে বলে জানানা তিনি।

শুধু দশটি মিডিয়া হাউজই নয়, হংকংয়ের ভিসাপ্রাপ্ত যে কোনো মিডিয়া হাউজকেই এএইচএফ কাপ কাভারে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

অন্যান্যদের অবহিত না করে কেবল দশটি মিডিয়া হাউজকে এ সুযোগ দেওয়ার কারণ জানতে চাইলে মুনির বলেন, ‘আসলে প্রচারণা ছাড়া কিছুই হয়না। আমরা হকিকে উপরে তুলে আনতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই। যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের যাওয়ার ব্যবস্থা করেছি। যাদের জানাতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। ভিসা পেলে যে কোনো সংবাদমাধ্যমই যেতে পারবে।

সবশেষ তালিকা অনুযায়ী এএইচএফ কাপ কাভারে যাচ্ছে মাসরাঙ্গা টিভি, একাত্তর টিভি, দৈনিক নয়া দিগন্ত, সময় টিভি, ডিবিসি নিউজ, বাংলাভিশন।

এএইচএফ কাপে এ গ্রুপে বাংলাদেশর প্রতিপক্ষ হংকং, চাইনিজ তাইপে, চীন। ‘বি’ গ্রপের চার দল হলো সিঞ্চাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর আট দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরটি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।