ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ ছবি:সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্বে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে স্বাগতিক হংকং ও চাইনিজ তাইপেকে সমান  ৪-২ গোলে হারানোর পরে তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিল লাল-সবুজের হকি দল।

ঢাকা: এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্বে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে স্বাগতিক হংকং ও চাইনিজ তাইপেকে সমান  ৪-২ গোলে হারানোর পরে তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিল লাল-সবুজের হকি দল।

আর এই জয়ে পুল ‘এ’তে দাপটের সাথেই শীর্ষস্থান ধরে রাখল জিমি-চয়নরা।

হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আশরাফুল ইসলাম। পরে তার হাত ধরেই আসে আরও  দুই গোল, মোট পাঁচটি গোল করেন তিনি। এ ছাড়া সারোয়ার হোসেন তিনটি, রোমান সরকার দুটি, মাইনুল ইসলাম কৌশিক, জুবায়ের হাসান ও খোরশেদুর রহমান একটি করে গোল করেন।

টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে পুল ‘এ’র সেরা হলো এএইচএফ কাপ হকির হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামা বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।