ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিকেএসপিতে আর্চারি ও ভলিবল কোচেস সার্টিফকেট কোর্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিকেএসপিতে আর্চারি ও ভলিবল কোচেস সার্টিফকেট কোর্স

বিকেএসপি’র আর্চারি ও ভলিবল বিভাগের পরিচালনায় কোচেস সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল...

ঢাকা: বিকেএসপি’র আর্চারি ও ভলিবল বিভাগের পরিচালনায় কোচেস সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ‘প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান তৃণমূল পর্যায়ে সঠিক বাস্তবায়নই হচ্ছে এ কর্মশালার সাফল্য। ’

২০ দিন ব্যাপি অনুষ্ঠিত এ সার্টিফিকেট কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্লাবের প্রশিক্ষক ও আগ্রহীগণ অংশ করছেন। আর্চারি ও ভলিবল বিভাগে ১০ জন করে মোট ২০ জন এ কোর্সে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিসেস নুসরাৎ শারমিন। আরও উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ ও বিকেএসপি’র সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।