ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শাজাহানপুরে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
শাজাহানপুরে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শেখ রাসেল স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলায় রংপুর জেলা দল ১-০ গোলে ঢাকা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শেখ রাসেল স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  

খেলায় রংপুর জেলা দল ১-০ গোলে ঢাকা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


 
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান হাইস্কুল খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ডেমাজানী জনকল্যাণ সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।
 
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বর্তমান সরকার গণমানুষের সরকার। মানুষের কল্যাণে এ সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, এমপি আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলাম।  
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।