ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাবিতে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
জাবিতে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) শুরু হচ্ছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে সোমবার (১২ ডিসেম্বর) শুরু হচ্ছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এতে প্রত্যেকটি সংগঠনের কার্য-নির্বাহী কমিটির দুই জন প্রতিনিধি অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় শুক্রবার (০৯ ডিসেম্বর)। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয় থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য নিলয় মামুনের (০১৯৪৪৬৪৩৭৯৮) সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।