ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বর্ণের দৌড়ে এগিয়ে সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বর্ণের দৌড়ে এগিয়ে সেনাবাহিনী প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দাপট দেখায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে গড়ালো ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার, এমপি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে গড়ালো ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার, এমপি।

আর প্রতিযোগিতার প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দাপট দেখায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা। পাঁচটি ইভেন্টের চারটিতেই স্বর্ণ জিতে নেয় তারা।

উদ্বোধনের পরে প্রতিযোগিতার শুরু হয় পুরুষ বিভাগের ২০ কিলোমিটার দৌড় দিয়ে। এখানে ১:৩৯:৩০ মিনিট সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ রাজু। রৌপ্য জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এম মিলন হোসেন। আর এই পদকটি জিততে তিনি সময় নিয়েছেন ১:৩৯:৫৫ মিনিট। ১:৪০:০০ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ মুরাদ।

পুরষদের ২০ কি:মি দৌড়ের পর মেয়েদের ১৫শ মিটার দৌঁড়েও স্বর্ণ লাভ করেছে সেনাবাহিনী। ৫:১৩:০৩ মিনিট সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সুমী আক্তার। ৫:১৫:০০ সময়ে রৌপ্য গলায় জড়িয়েছেন পাপিয়া আক্তার। আর ৫:১৬:১০ সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আনসার ও ভিডিপির শাকুলি আক্তার।

তবে পুরুষ বিভাগের ১৫শ মিটার দৌঁড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। ৪:০১:৯০ মিনিট সময়ে স্বর্ণ জিতেছেন বিজিবি’র খন্দকার কিবরিয়া। ৪:০৭:০৬ মিনিট সময় নিয়ে সেনাবাহিনীর কামরুল হাসান রৌপ্য ও ৪:১৩:০৭ মিনিট সময়ে নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শাহিনুর রহমান।

এদিকে পুরুষ বিভাগের ১শ মিটার হার্ডলসেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪.২১ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীকে এই গৌরব এনে দেন মজিবুর রহমান। অন্যদিকে নারীদের ১শ মিটার হার্ডলসে ১৪.৮০ সেকেন্ডে সেনাবাহিনীকে মধ্যাহ্ন বিরতির আগে চতুর্থ স্বর্ণটি এনে দিয়েছেন জেসমিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।