বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: সাফ গেমস ও অলিম্পিকে না পারলেও দেশের মাটিতে ঠিকই ঝড় তুললেন বাংলাদেশের গতিদানব মেজবাহ আহমেদ। জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ৪০তম আসরে নৌবাহিনীর হয়ে ১০০ মিটার স্প্রিন্টে জিতে নিলেন স্বর্ণ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মধ্যাহ্ন বিরতির পরে ১০০ মিটার স্প্রিন্টের চূড়ান্ত পর্বে অংশ নিতে নেমে শুরুর ৮৫ মিটার প্রতিদ্বন্দ্বীদের সাথে সমান সমান লড়লেও গতি বাড়িয়ে দেন শেষ ১৫ মিটারে। আর তাতেই পঞ্চমবারের মতো এই ইভেন্টে স্বর্ণ জয়ের গৌরব লাভ করেন তিনি।
মেজবাহর চেয়ে ৭ সেকেন্ড বেশি সময় নিয়ে (১০.৭০) রৌপ্য জিতেছেন নৌবাহিনীর আব্দুর রউফ। আর ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শরিফুল।
১০০ মিটার স্প্রিন্টে মেজবাহ এর আগে আরও চারবার স্বর্ণ জিতেছেন। এরমধ্যে ২টি জাতীয় চ্যাম্পিয়নশিপে, একটি ২০১৩ সালে বাংলাদেশ গেমস ও ১টি সামার মিটে।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি