ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আবারো দ্রুততম মানবী শিরিন আক্তার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আবারো দ্রুততম মানবী শিরিন আক্তার টানা চারবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন শিরিন/ছবি: সংগৃহীত

জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে টানা চারবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন বাংলাদেশ নৌ-বাহিনীর শিরিন আক্তার।

ঢাকা: জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে টানা চারবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন বাংলাদেশ নৌ-বাহিনীর শিরিন আক্তার।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন শিরিন।

১২.২০ সেকেন্ড সময়ে এই ইভেন্টে দ্বিতীয় হন নৌ-বাহিনীর আরেক অ্যাথলেট সোহাগী আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।  

গতকাল (২২ ডিসেম্বর) পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন মেজবাহ আহমেদ। কাঙ্খিত স্বর্ণ জিততে মেজবাহ সময় নেন ১০.৬৩ সেকেন্ড। মেজবাহর চেয়ে ৭ সেকেন্ড বেশি সময় নিয়ে (১০.৭০) রৌপ্য জিতেছেন নৌ-বাহিনীর আব্দুর রউফ। আর ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ লাভ করেন সেনাবাহিনীর শরিফুল।

এবারের জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সকল বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিরা দুই গ্রুপে ৩৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে রয়েছে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।