ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু/ছবি: সংগৃহীত

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এক্সিম ব্যাংক ২৬তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। ৩০টি জেলা দল এবং স্থানীয় তিনটি সংস্থাসহ মোট ৩৩টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এক্সিম ব্যাংক ২৬তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। ৩০টি জেলা দল এবং স্থানীয় তিনটি সংস্থাসহ মোট ৩৩টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।

চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলা ১৯-১৫ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে।

রোববার (০১ জানুয়ারি) সকালে শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি জনাব এ. কে. এম. নূরুল ফজল বুলবুল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হাসান উল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক, জনাব আসাদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক কমিটির সম্পাদক জনাব এস.এম. খালেকুজ্জামান স্বপন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।