ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেলের জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেলের জিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মোহাম্মদপুর চেস ক্লাবের আয়োজনে এমসিসি আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

জিয়া ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ৪জন খেলোয়াড়।

টাইব্রেকিং পদ্ধতিতে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার রানার-আপ হন।

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব চতুর্থ এবং তিতাস ক্লাবের শফিক আহমেদ পঞ্চম স্থান লাভ করেন।

সাত পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ হতে দ্বাদশ স্থান লাভ করেন যথাক্রমেঃ বাংলাদেশ নৌবাহিনীর মোঃ শরীফ হোসেন, জনাত ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সায়মন সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর মাহতাব উদ্দিন আহমেদ রবীন, লিওনাইন চেস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের আব্দুল মোমিন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ১৩তম হতে ২১তম হন যথাক্রমেঃ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, মোঃ নাসিম হোসেন ভূঁইয়া, চঞ্চল কুমার ঘোষ, সুব্রত বিশ্বাস, হাবিবুর রহমান সোহেল, রাকিব আহমেদ সালেহ, আবু হানিফ, মোঃ মতিউর রহমান মামুন ও মোঃ শফিকুল ইসলাম।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৪ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ১জন মহিলা আন্তর্জাতিক মাস্টার এবং ১জন মার্কিন দাবা খেলোয়াড়সহ ১৯০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।