বৃষ্টির দাপটে ক্রাইস্টচার্চে খেলা বন্ধ-ছবি:সংগৃহীত
ভারী বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। আর বৃষ্টি শেষ পর্যন্ত না থামায় পাশাপাশি প্রবল বাতাস থাকায় আম্পায়াররা তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুই হতে পারেনি। দ্বিতীয় দিনের শেষ ১৯ ওভার বৃষ্টির কারণেই খেলা হয়নি।
ফলে এদিন ম্যাচটি নির্দিষ্ট সময়ের ২৩ মিনিট আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির ক্ষতি মিটিয়ে নিতে খেলায় প্রায় আধা ঘণ্টা আগে শুরু হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল। আর দ্বিতীয় দিন শেষে কিউইরা সাত উইকেট হারিয়ে ২৬০ রান করে।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৭
এমএমএস
**সাকিব কৃতিত্বে দ্বিতীয় দিনে এগিয়ে বাংলাদেশ
**প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি ২৮৯
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।