ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

কুষ্টিয়ায় বিজিবি’র হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কুষ্টিয়ায় বিজিবি’র হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন আন্তঃব্যাটালিয়নের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। 

হ্যান্ডবল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি।  পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মাহবুবুর রহমান (পিএসসি), ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম (পিএসসি), ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমন প্রমুখ।

 

প্রতিযোগিতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সাতটি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানার্স আপ হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।