ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

খেলা

সাকিব জেতালেন উস্টারশায়ারকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৮, আগস্ট ১৯, ২০১০
সাকিব জেতালেন উস্টারশায়ারকে

ঢাকা: ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে সাকিব আল হাসানের কাছে হেরে গেলো সারে। বাংলাদেশি এই অল-রাউন্ডার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে উস্টারশায়ারকে ২৩৮ রানে জয় এনে দিয়েছেন।

নিজেদের মাঠে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৮ রান করে উস্টারশায়ার। জবাবে ২৫৯ রানে গুটিয়ে যায় সারের ইনিংস। ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আরো ৩১৯ রান যোগ করে স্বাগতিকরা।

জয়ের জন্য ৩৬৮ রান দরকার হয় সারের। কিন্তু সাকিবের ঘূর্ণির কাছে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ১১.৪ ওভারে ৪২ রানে ৬ উইকেট তুলে নেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অল-রাউন্ডার। ফলে ৩৩.৪ ওভারে ১৩০ রান তুলে অল-আউট হয় উস্টারশায়ার।

সাকিব আল হাসান ৫ ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেছেন ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে তার দল উস্টারশায়ারের হয়ে।

বাংলাদেশ সময়: ২৮২৪ ঘন্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।