ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আয়োজক বাংলাদেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
আয়োজক বাংলাদেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন ছবি: সংগৃহীত

এশিয়ার সেরা ৮ দেশ নিয়ে বাংলাদেশে আয়োজিত হবে আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে (দশম এশিয়া কাপ হকি)। এমন একটি মর্যাদার টুর্নামেন্টের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের নির্বাহী সদস্য আ.ন.ম মামুনুর রশিদ জানান, ‘আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইলেকট্রনিক স্কোরবোর্ড এসে পড়েছে।

দুই-এক দিনের মধ্যেই প্রতিস্থাপন হবে। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা আসবেন ৬ অক্টোবর। দলগুলো ৮ অক্টোবরের মধ্যে আসবে। ’

সোমবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে জানানো হয়, হোটেল সোনারগাঁতে থাকবে জাপান দল। পূর্বাণীতে বাংলাদেশ, কোরিয়া ও চীন এবং হোটেল ফারসে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান থাকবে।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির বলেন, ‘আমরা সমাপনী অনুষ্ঠান জাকজমকভাবে করার চেষ্টা করছি। ৪০-৪৫ মিনিটের মতো হবে সমাপনী অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন প্রধান অতিথি হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কিছু করছি না। শুধু বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। এশিয়ান হকি ফেডারেশনের নির্দেশনা মেনেই আমরা এই পরিকল্পনা করেছি। ’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্লাব হাউজের দুই পাশে স্যুভিনিয়র কেনার সুযোগ থাকবে দর্শকদের জন্য। এশিয়া কাপ হকি কাভারের জন্য ইতোমধ্যে বাংলাদেশের শতাধিক ও আন্তর্জাতিক মিডিয়া থেকে ৩০ জন সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছেন। সন্ধ্যায় ফ্লাডলাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, খাজা রহমতউল্লাহ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা শাজাহান বসুনিয়া। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাবেক খেলোয়াড় ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।