ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিও অলিম্পিকে ঘুষের অভিযোগ, নির্বাসিত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
রিও অলিম্পিকে ঘুষের অভিযোগ, নির্বাসিত ব্রাজিল রিও অলিম্পিকে ঘুষের অভিযোগ, নির্বাসিত ব্রাজিল

২০১৬ রিও অলিম্পিক আয়োজন করতে মোটা অঙ্কের ‍ঘুষ দিয়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। এই অঙ্ক নাকি কয়েক লাখ মার্কিন ডলার। আর এর সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে ইতোমধ্যে ব্রাজিলের অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট কার্লোস নুজম্যানকে গ্রেফতারও করেছে সে দেশের পুলিশ।

পাশাপাশি বড় ধরনের শাস্তি পেল ব্রাজিলের অলিম্পিক সংস্থাও। তাদের নির্বাসনে পাঠালো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসনে থাকতে হবে এই সংস্থাকে। নুজম্যানকেও বহিস্কার করা হয়েছে। তবে সে দেশের অলিম্পিয়ানদের জন্য স্বস্তির খবর, এর জেরে আগামী বছর শীতকালীন অলিম্পিকে ব্রাজিলের প্রতিযোগীদের অংশগ্রহণ আটকানো হবে না।

২০০৯ সালে কোপেনহেগেনে আইওসির সভায় ২০১৬’র অলিম্পিক আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হয়েছিল, সেই সভায় নুজম্যান সেনেগালের প্রতিনিধিদের প্রায় বিশ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন, যাতে তারা রিও ডি জেনেইরোর পক্ষে ভোট দেয়।  

২০১৬’র অলিম্পিক আয়োজন করতে শিকাগো, মাদ্রিদ ও টোকিওকে হারায় রিও। ঘুষের অপরাধে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার আরও গ্রেফতার করা হয় রিও অলিম্পিক আয়োজক কমিটির সিইও লিওনার্দো গ্রিনারকে।  

নুজম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত দশ বছরে তার সম্পত্তির পরিমান ৪৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কীভাবে এই বৃদ্ধি ঘটল, তার কোনো স্পষ্ট প্রমাণ নেই পুলিশের কাছে। তিনি তার এই অবৈধ সম্পত্তি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে লুকিয়ে রাখারও চেষ্টা করেছেন বলে অভিযোগ আছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।