চাইনিজ তাইপের গলফ কোর্সে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৪০তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে আরও পেছালেন তিনি।
তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। ১৩ জনের সঙ্গে যৌথভাবে ২৭তম স্থানে ছিলেন বাংলাদেশের এই গলফার। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৯ জনের সঙ্গে দ্বাদশ স্থানে ছিলেন তিনি। প্রথম রাউন্ডে চারটি বার্ডি, একটি বোগি ও দুটি ডাবল বোগি করেন সিদ্দিকুর।
৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১০ করে শট কম খেলে শীর্ষে রয়েছেন ভারতের অজিতেশ সান্ধু, তাইওয়ানের লু ওয়েই-চিহ ও যুক্তরাষ্ট্রের জোহানেস ভিরম্যান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি