তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার তিনটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের সমান শট খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে তিনি ২৫তম হন।
তাইপের লিংকো ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৯ জনের সঙ্গে দ্বাদশ স্থানে ছিলেন তিনি। প্রথম রাউন্ডে চারটি বার্ডি, একটি বোগি ও দুটি ডাবল বোগি করেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। ১৩ জনের সঙ্গে যৌথভাবে ২৭তম স্থানে ছিলেন বাংলাদেশের এই গলফার।
চাইনিজ তাইপের গলফ কোর্সে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৪০তম স্থানে ছিলেন বাংলাদেশের এই গলফার। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলেন। তাতে দুডি বার্ডি ও চারটি বোগিতে সব মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলে তিনি ৪০তম স্থানে থাকেন।
৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১২ কম খেলে সেরা হয়েছেন ভারতের গলফার অজিতেশ সান্ধু।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৭
এমআরপি