বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ১৮ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
‘৪৯তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ সামনে রেখেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএএসপিডি সেক্রেটারি জেনারেল ড. সেলিনা আক্তার, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ফেলোশিপ ফর দি এডভান্সমেন্ট অব ভিজুয়্যালী হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
এমআরপি