ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ প্রতিযোগিতাটির আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

এতে স্বাগত বক্তব্য রাখেন- ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে ছাত্রদের ৬টি দল ও ছাত্রীদের ৪টি দল অংশগ্রহণ করছে। ১৭ নভেম্বর খেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।