ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে মাদকবিরোধী ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
গোপালগঞ্জে মাদকবিরোধী ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ

গোপালগঞ্জ: মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে গোপালগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ ম্যাচের আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন।

এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এসএম. সাকিব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি উপস্থিত ছিলেন।

এ প্রীতি ম্যাচে সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় ও টুঙ্গিপাড়ার জিটি উচ্চ বিদ্যালয় অংশ নেয়। খেলার প্রথমার্ধে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে টুঙ্গিপাড়ার জিটি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।